নিলামে শচীন পুত্রের দাম উঠল ৫ লক্ষ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ক্রিকেট ইতিহাসের মহাতারকা শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন এখনও পর্যন্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কোন অনানুষ্ঠানিক টেস্ট খেলেননি। কিন্তু বাঁ হাতি পেসার এবং ব্যাটসম্যান অর্জুন টেন্ডুলকার শনিবার রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন টি-টোয়েন্টি মুম্বাই লিগ নিলামের মঞ্চে। আর এতে ভালো একটা টার্ন এল অর্জুনের ক্যারিয়ারে।
শেষ পর্যন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্রকে ৫ লক্ষ রুপিতে কিনেছে আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্ব। এই নিলামে অর্জুনের নাম নথিভুক্ত ছিল অল-রাউন্ডার তালিকাতে। বেস প্রাইস ছিল ১ লক্ষ রুপি। শুরু থেকে সমস্ত ফ্র্যাঞ্চাইজির নজর ছিল অর্জুনের দিকে। দ্রুত বাড়তে শুরু করে তার মূল্য। শচীন পুত্রের জন্য ৫ লক্ষ রুপির দর দিয়েছিল নর্থ মুম্বাই প্যান্থার্স।
সেই সময়ে 'ওটিএম' ( অপারচুনিটি টু ম্যাচ) প্রয়োগ করে অর্জুনকে নেওয়ার দৌড়ে ঢুকে পড়ে আরও দুই নতুন দল আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্ব এবং ঈগল থানে স্ট্রাইকার্স। তারাও অর্জুনকে পাওয়ার জন্য ৫ লক্ষ রুপির দর হাঁকে। নতুন দুই দলের আবেদনের কার্ড একটি ব্যাগে রাখা হয়। সেখান থেকে একটি কার্ড বেছে নেন মুম্বাই ক্রিকেট সংস্থার অ্যাড হক কমিটির সদস্য উন্মেষ খানভিলকর। সেই কার্ডে ছিল আকাশ টাইগার্সের নাম। অর্জুনের সঙ্গে তারা কিনেছে ধবল কুলকার্নিকেও। আনন্দবাজার।