‘মনোহর ইফতার’ নিয়ে হাজির হচ্ছেন কেকা ফেরদৌসী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৭ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসী আবারো হাজির হচ্ছেন নতুন নতুন রেসিপি নিয়ে। তার উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে পুরো রমজান মাসজুড়ে প্রচার হবে ‘ভিম মনোহর ইফতার’।
এবার কেমন রেসিপি থাকছে অনুষ্ঠানটিতে? এমন প্রশ্নের জবাবে কেকা ফেরদৌসী বলেন, আমি সবসময় নতুন নতুন রেসিপি উপহার দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হবে না।
বিভিন্ন রেসিপির কারণে গত কয়েকবছর বছর ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। তবে সেসব আলোচনাকে তিনি মাথায় নিচ্ছেন না একদম। দীর্ঘ ২১ বছর ধরে তিনি করে যাচ্ছেন অনুষ্ঠানটি।
রেসিপির পাশাপাশি অনুষ্ঠানে আরো থাকছে পুষ্টিবিদদের রমজান মাসের ইফতার ও খাদ্যবিষয়ক পরামর্শ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে কেকা ফেরদৌসীর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের একজন তারকাশিল্পী।