বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

কাঠের মিস্ত্রি কাজ করে যাওয়ার পরই পুলিশের কাছে কারিশ্মা! কেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৪ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

কারিশ্মা কাপুর। একসময়ে বলিউডে হার্টথ্রব নায়িকাদের একজন ছিলেন তিনি। সম্পর্কেও জড়িয়েছেন। সেই নিয়ে চর্চাও হয়েছে। এমনকী চর্চা হয়েছে তার বিচ্ছেদ নিয়েও। তারপর বেশ কিছুদিন সব চুপচাপ। এরপর যেটুকু খবরে এসেছেন তাও বোন কারিনা কাপুরের সৌজন্যে। 

এদিকে, সম্প্রতি তিনি আবার খবরের শিরোনামে এলেন। কেন জানেন? 

সম্প্রতি কারিশ্মার বাড়ি নতুন করে সাজানোর কাজ চলছে। আর সেই কাজের জন্যই বাড়িতে আসবাবপত্রের মিস্ত্রি এসেছিল। সে কারিশ্মার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং নায়িকার পার্স চুরি করে পালায়। পরে করিশ্মা খেয়াল করেন তার বাড়ির বেশ কিছু মূল্যবান জিনিসও খোয়া গিয়েছে। এরপরই পুলিশে অভিযোগ জানান তিনি। তার অভিযোগের ভিত্তিতে ওই মিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ।