শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ৯ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ছাত্রদের তুলনায় এবার ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি। পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। 

ছাত্রের তুলনায় ৫২ হাজার ৬৯২ জন ছাত্রী বেশি অংশগ্রহণ করে এবং ৫৬ হাজার ৬৩৩ ছাত্রী বেশি পাস করেছে।

 

এবার এসএসসি ও সমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন ছাত্রী। ছাত্রের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। এবছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশী।