সোমবার   ২১ জুলাই ২০২৫   শ্রাবণ ৫ ১৪৩২   ২৫ মুহররম ১৪৪৭

বিশ্বে প্রথম কোনো অঙ্গ স্থানান্তরিত করতে অবদান রাখলো ড্রোন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৫ মে ২০১৯ রোববার

বিশ্বে এই প্রথম সফলভাবে এক রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য কিডনি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পৌঁছে দিল একটি ড্রোন। গত সপ্তাহে ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া কিডনি প্রতিস্থাপিত হল গ্রহীতার শরীরে। ঘটনাটি ঘটেছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকাল সেন্টারে। 

ড্রোন প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এটিই হবে সবচেয়ে কম খরচে এবং সফলভাবে অঙ্গ স্থানান্তরিত করার শ্রেষ্ঠ উপায়। এই ড্রোনটি তৈরি করেছেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিন, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং মেরিল্যান্ডের দ্য লিভিং লেগেসি ফাউন্ডেশনের ফিজিশিয়ান, গবেষক এবং অ্যাভিয়েশন ও ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা। 

কিডনিটি হাসপাতালে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। নতুন জীবন পেয়েছেন ৪৪ বছর বয়সী বাল্টিমোরের এক নারী যিনি গত ৮ বছর ধরে টানা ডায়ালিসিসে ছিলেন।