দুর্গত এলাকায় ত্রাণ-চিকিৎসা শুরু নৌবাহিনীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০২ পিএম, ৫ মে ২০১৯ রোববার
ঘূর্ণিঝড় ‘ফণি’ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দুর্গত এলাকায় জরুরি উদ্ধারকাজ, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সকালে খুলনার তিতুমীর নেভাল জেটি থেকে জরুরি ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে নৌবাহিনী জাহাজ যাত্রা করে। মেঘনা বরিশালের মেহেন্দীগঞ্জ ও বানৌজা তিস্তা বরিশালের হিজলায় এসব সহায়তা দেয়া হবে।
এ ছাড়া নৌবাহিনী জাহাজ এলসিটি-১০৪ মোংলার দিগরাজ নৌঘাঁটি থেকে সাতক্ষীরার নীলডুমুরের উদ্দেশে রওনা হয়। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও মোংলা এলাকার নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং অন্যান্য জাহাজও দ্রুত সময়ে দুর্গত এলাকায় মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
দুর্গত এলাকায় নৌবাহিনী জাহাজগুলো জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজ করছে। জাহাজগুলোয় ত্রাণ সহায়তা হিসেবে দুই হাজার পরিবারের জন্য তিন দিনের শুকনা খাবার মজুদ করে নেয়া হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য শুকনা খাবার হিসেবে দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, দুই কেজি লবণ, দুই কেজি চিড়া, দুই কেজি মুড়ি, এক কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করা হচ্ছে। স্থানীয় সব প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গত এলাকায় নৌবাহিনীর ত্রাণ সহায়তা ও উদ্ধারকার্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
