বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

নৌ-খাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি: নৌপ্রতিমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৫ মে ২০১৯ রোববার

সর্বাত্মক প্রস্তুতি নেয়ায় ঘূর্ণিঝড় ফণিতে নৌ-খাতে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত মেরিন একাডেমীর ডেক ক্যাডেট মো. আলি আজগরের পরিবারকে ক্ষতিপূরণের চেক দেয়ার সময় তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম দিন-রাত খোলা ছিল। কন্ট্রোল রুম থেকে তথ্য পেয়ে জনগণ উপকৃত হয়েছে। 

তিনি বলেন, মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে ধন্যবাদ। গত রাত থেকে ফেরি চালু হয়েছে। আজ থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে চোখের চিকিৎসারত অবস্থায় দেশের ঘূর্ণিঝড়ের খোজঁ-খবর ও নির্দেশনা দিয়েছেন। দেশবাসির কল্যাণ কামনা করায় প্রধানমন্ত্রীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। 

মেরিন একাডেমির ডেক ক্যাডেট মো. আলি আজগরের পরিবারকে চেক হস্তান্তরের সময় তিনি বলেন, জন্ম-মৃত্যু সবকিছু আল্লাহর কাছে। এতে কারো হাত নেই। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ নেই। ক্ষতিপূরণের অর্থ দিয়ে দুঃখ ভোলার বিষয় নয়।

প্রতিমন্ত্রী বলেন, পরিবারটি সন্তান হারিয়েছে। আমরা হারিয়েছি একজন দক্ষ নাবিক। আমরা প্রতিটি নাবিকের পাশে আছি। তাদের পরিবারের সহযোগিতায় পাশে থাকব। 

এ সময় প্রতিমন্ত্রী  মৃত ক্যাডেট আলী আজগরের পিতা মো. আলী আকবর খান ও মাতা মোছা. রাজিয়া আকবরের নিকট ৮৩ লাখ ৩৮ হাজার ১২৩ টাকা টাকার চেক হস্তান্তর করেন।