বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

ট্রাফিক আইনে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৫ মে ২০১৯ রোববার

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৭১টি মামলা ও ১৮ লাখ ৫৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে পুলিশ। এ ছাড়া ২০টি গাড়ি ডাম্পিং ও ৬১৯টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার দিনভর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ট্রাফিক বিভাগ এ অভিযান চালায়। মামলা ও জরিমানার বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে ৮৬টি, হুটার ও বিকনলাইট ব্যবহারে ২টি, উল্টোপথে গাড়ি চালানোয় ৬৯৯টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া ট্রাফিক আইন অমান্য করায় ১১৩৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫৮টি মোটরসাইকেল আটক করা হয়। সে সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়।