শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

ডাক্তারের কাছ থেকেই আসতে পারে জীবাণু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৫ মে ২০১৯ রোববার

রোগ সারাতে চিকিৎসকের শরণাপন্ন হতেই হয়! কিন্তু জানেন কি, কিছু কিছু অসাবধানতার কারণে চিকিৎসকের কাছ থেকেও আসতে পারে জীবাণু! চিকিৎসকের ব্যবহৃত জিনিসপত্রই আপনাকে আক্রান্ত করতে পারে বিভিন্ন রোগে। চলুন তবে জেনে নেয়া যাক কিছু তথ্য-

অনেক রোগীই আছেন যারা ডাক্তারের চেম্বারে কোনো পরীক্ষা করাতে গিয়ে সেখানের চাদর ব্যবহার করেন। কিন্তু আপনি জানেন কি, সেই চাদর কতটা অস্বাস্থ্যকর। চাদর একজন রোগী ব্যবহারের পর তা ধুঁয়ে পরিষ্কার করে তবেই অন্য রোগীদের ব্যবহার করার জন্য দেয়া উচিত। নইলে বিভিন্ন রকম স্কিন টাইপ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।  

এক গবেষণায় দেখা গেছে, যে স্টেথোস্কোপ একজন চিকিৎসক ব্যবহার করেন তা থেকে এমন কিছু রোগ হতে পারে যাতে অ্যান্টিবায়োটিক কাজই করবেনা। নিয়ম অনুযায়ী, প্রত্যেকবার স্টেথোস্কোপ ব্যবহার করে তা পরিষ্কার করা উচিত। কিন্তু বেশিরভাগ সময় তা কেউই করেননা। কারণ রোগীর চাপ এবং অসতর্কতায় জীবাণুমুক্ত রাখা সম্ভব হয়না। কিন্তু এটা নিজের হাত পরিষ্কার করার মতোই গুরুত্বপূর্ণ। নইলে এর ফলে ত্বকের সমস্যা, নিউমোনিয়া, এমনকি মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) পর্যন্ত হতে পারে।