বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলঙ্কার পর্যটন খাতে ব্যাপক ধস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৫ মে ২০১৯ রোববার

শ্রীলঙ্কা, দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দেশটি সারা পৃথিবীর পর্যটকদের কাছে গ্রীষ্মকালীন ভূ-স্বর্গ নামে পরিচিত।

কিন্তু রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার পর থেকে স্থবির হয়ে পড়েছে দ্বীপরাষ্ট্রটি।

গত ২১ এপ্রিল ওই বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন। আহত হন আরও ৫ শতাধিক। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটকও আছেন। এরপরই নাগরিকেদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণে সতর্কতা জারি করে বেশ কয়েকটি দেশ। এর প্রভাব পড়ছে 'গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ' হিসেবে পরিচিত দ্বীপটির পর্যটন শিল্পে, যা অনিশ্চিয়তার মধ্যে ফেলে দিয়েছে ব্যবসায়ীদের।

 

জানা গেছে, শুধু পর্যটন খাত থেকেই দেশটির জিডিপির ৫ শতাংশ আয় হয়। কিন্তু  ভয়াবহ এ হামলার ফলে ব্যাপক ধস নেমেছে দেশটির পর্যটন শিল্পে।

সারাবছরই দেশটিতে পর্যটকদের আনাগোনা থাকলেও হামলার পরপরই দেখা গেছে ভিন্ন চিত্র।

শ্রীলঙ্কায় অবস্থান করা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পাশাপাশি নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে বেশ কয়েকটি দেশ।

ফলে আরও হামলার আশঙ্কায় হোটেল ও ফ্লাইটের বুকিং বাতিল করছেন পর্যটকরা।

এটিকে দেশটির অর্থনীতি ও পর্যটন শিল্পের জন্য ভয়াবহ বিপর্যয় উল্লেখ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শনিবার তিনি এক সাক্ষাৎকারে বলেন, “দেশের অর্থনীতিকে বাঁচাতে যেকোনো উপায়ে পর্যটন খাতকে আগের অবস্থানে ফিরিয়ে আনা জরুরি।”