বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইসরায়েলি বিমান হামলায় সন্তানসহ গর্ভবতী নারী নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৫ মে ২০১৯ রোববার

ইসরায়েলি বিমান হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে সন্তানসহ একজন গর্ভবতী নারীও আছেন। হামলায় মোশে আগাদি (৫৮) নামের এক ইসরায়েলি নিহত হন এবং তিন ইসরায়েলি আহত হন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা তীর থেকে ২০০টির বেশি রকেট ছোড়ে সন্ত্রাসীরা। এরপরই ফিলিস্তিন ভূখণ্ডে বিমান হামলা চালানো হয়। 

ইসরায়েলের দাবি, হামলায় মা ও তার সন্তান ফিলিস্তিনি রকেটের আঘাতেই মারা গেছেন কারণ সেটি লক্ষ্যচ্যুত হয়েছিল।