সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু সোমবার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৫ মে ২০১৯ রোববার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজান মাসের রোজা সোমবার থেকে শুরু হবে। শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি সে হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। তাই সোমবার (৬ মে) থেকে রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে। এসব দেশে রবিবার থেকে তারাবি শুরু হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যে যেদিন রমজান মাস শুরু হয়, তার পরের দিন দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রমজান মাস শুরু হয়। সে হিসেবে মঙ্গলবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে।
ইসলাম ধর্মে আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখার মাধ্যমেই সারা বিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন।
উল্লেখ্য, রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস। ইতোমধ্যে রমজান পালনের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁদ দেখা গেলে সোমবার সন্ধ্যার পর থেকেই শুরু হবে রমজানের আনুষ্ঠানিকতা।