সিংহাসনে আরোহণ নতুন থাই রাজার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৫ মে ২০১৯ রোববার

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণ আনুষ্ঠানিকভাবে শনিবার দেশটির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে তার আরোহণ উপলক্ষ্যে তিনদিন ধরে চলবে অভিষেক আনুষ্ঠানিকতা।
স্থানীয় সময় শনিবার ১০টা ৯ মিনিট থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতা চলবে সোমবার পর্যন্ত। হিন্দু ও বৌদ্ধ রীতি অনুযায়ী জাঁকালোভাবে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ৬৬ বছর বয়সী রাজা ভাজিরালংকর্ণকে পরিশুদ্ধ করতে পবিত্র পানি ছিঁটানো হবে। সেজন্য দেশের শত স্থান থেকে পানি সংগ্রহ করা হয়েছে।
এর আগে প্রায় ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন তার বাবা ভূমিবল আদুল্যাদেজ। ২০১৬ সালে তিনি মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে শোক পালন করা হয় সারাদেশে। ভাজিরলংকর্ণ এতদিন ধরে দেশের সাংবিধানিক রাজার দায়িত্ব পালন করেছেন। এবার আনুষ্ঠানিকভাবে তিনি সিংহাসনে আরোহণ করলেন। সিংহাসনে বসলে মাহা ভাজিরালংকর্ন হবেন চকরি রাজবংশের দশম রাজা। তিনি রাজা রামা এক্স নামেও পরিচিত।
১৭৮২ সাল থেকে দেশটিতে রাজত্ব করছে চকরি রাজবংশ।