ভিয়েতনামের প্রেসিডেন্টকে নিয়ে গুঞ্জন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১২ পিএম, ৫ মে ২০১৯ রোববার

ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন ফু চং তিন সপ্তাহ ধরে জনসম্মুখে আসছেন না। আর এর মধ্যেই বাড়ছে তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন। ছিয়াত্তর-বছর বয়সী নুয়েন গত ১৪ এপ্রিল অসুস্থ হওয়ার পর থেকেই রীতিমত উধাও হয়ে গেছেন।
মি. চং গত শুক্রবার দেশটির সাবেক একজন প্রেসিডেন্টের শেষকৃত্যে অনুপস্থিত থাকায় তাকে নিয়ে জল্পনা কল্পনা আরও জোরদার হয়। দেশটির ররাষ্ট্রীয় গণমাধ্যমও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেসিডেন্টের অনুপস্থিতি নিয়ে কোন ব্যাখ্যা আসেনি। অথচ ওই অনুষ্ঠানে তারই সভাপতিত্ব করার কথা।
এদিকে, ওই শেষকৃত্য অনুষ্ঠানের আগে সরকারি একজন মুখপাত্র বলেছেন, কাজের চাপ ও আবহাওয়া প্রেসিডেন্টের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, মি. চং শিগগিরই কাজে ফিরবেন।