রাতে চায়না যাচ্ছে বাংলাদেশ আর্চারি দল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৭ পিএম, ৫ মে ২০১৯ রোববার

এতে রিকার্ভ ও কম্পাউন্ড দুটি ডিভিশনে অংশ নেবে প্রতিযোগীরা। দুই ডিভিশনে নারী ও পুরুষ আর্চাররা একক, দলীয় এবং মিশ্র ইভেন্টে লড়বে। এবারের প্রতিযোগিতায় খেলা হবে র্যাংকিং ও ইলিমেনেশন দুই পদ্ধতিতে। এতে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৩শ'র অধিক আর্চার অংশ নিবে।
এদিকে, বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছেন সুষ্মিতা বণিক এবং হাকিম আহমেদ রুবেল।
আগামী ৬ থেকে ১২ মে পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর্চারি দলের প্রধান পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। এছাড়া সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে আছে জাতীয় ক্রীড়া পরিষদ।
আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, আমাদের আর্চাররা প্রস্তুত। বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নিতে। বেশ ক'জন মেধাবী আর্চার আছে দলে। তবে রুমান সানার দিকে বেশি মনোযোগ থাকবে। আর্চাররা চেষ্টা করবে সর্বোচ্চ পদক জিততে।