বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তোফায়েল আহমেদের অবস্থা উন্নতির দিকে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৫ মে ২০১৯ রোববার

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

 

বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানা গেছে।

স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানান, ‘পরীক্ষায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালস ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘কাঁপুনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওনার চিকিৎসা চলছে, উনি ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাকে।