প্লাস্টিক-বর্জ্য থেকে জার্সি, প্রশংসিত শ্রীলঙ্কা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫২ পিএম, ৫ মে ২০১৯ রোববার

কলম্বোর তাজ সমুদ্র হোটেলে জাঁকালো অনুষ্ঠানে গত শুক্রবার শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। এসময় দেখানো হয় দলের অনুশীলন জার্সিও। এরপরই লঙ্কানদের বিশ্বকাপ পোশাক ভাসে প্রশংসার বন্যায়।
অপূর্ব ডিজাইন হলেও লঙ্কান জার্সি প্রশংসা কুড়াচ্ছে অন্য কারণে। তাদের এবারের জার্সিটি তৈরি হয়েছে সাগরে ফেলা প্লাস্টিক বর্জ্য থেকে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের পোশাক স্পন্সর এমএএস হোল্ডিংস। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিবেশগত স্থায়িত্ব বিভাগের পরিচালক শারিকা সেনানায়েক বলেন, শ্রীলঙ্কার উপকূল থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য থেকে স্থানীয়ভাবে বিশ্বমানের পণ্য তৈরির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার বার্তা দিতে চাই। এ প্রকল্পের মাধ্যমে সারাবিশ্বে পরিবেশবান্ধব পোশাক ছড়িয়ে দিতে চায় এমএএস।
নতুন প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এ অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার পথ খুঁজে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে সবসময় আমদানি করা ফেব্রিকের জার্সি বানালেও এবার তারা বেছে নিয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি।