মুস্তাফিজের বিরল রেকর্ডের পাশে নাম লেখালেন ফোকস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৪ পিএম, ৫ মে ২০১৯ রোববার

সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে শুক্রবার স্বাগতিক আইরিশদের ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শ্বাসরূদ্ধকর সেই ম্যাচে জয়ের নায়ক ছিলেন ইংলিশ ক্রিকেটার বেন ফোকস। ম্যাচসেরার পুরস্কারও হাতে ওঠে তার হাতে। আর তাতেই বাংলাদেশ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের বিরল রেকর্ডে ভাগ বসান ফোকস।
আইরিশদের বিপক্ষে ওই ম্যাচে দিয়েই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফোকসের। ইংল্যান্ড দলের টপঅর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি। ব্যাট হাতে হার না মানা ৬১ রানের নান্দনিক ইনিংস খেলেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। পাশাপাশি উইকেটের পেছনে তিনটি ক্যাচ লুফে নেন উঠতি ইংলিশ তারকা। স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হন তিনি।
এর আগে গত বছরের নভেম্বরে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে ফোকসের। ওই ম্যাচে দলকে জেতানোর স্বীকৃতি হিসেবে পান ম্যান অব দ্য ম্যাচ খেতাব।
অর্থাৎ টেস্ট ও ওয়ানডে দুই সংষ্করণের ক্রিকেটেই ম্যাচসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। এ কীর্তি গড়েই মুস্তাফিজুরকে স্পর্শ করেছেন ফোকস। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই অভিষিক্ত ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ড এতদিন ছিল কেবল টাইগার পেসারের। ঢাকায় ভারতের বিপক্ষে ২০১৫ সালের ১৮ জুন নিজের অভিষেক ওয়ানডে ম্যাচে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন ফিজ। পরের মাসে বন্দরনগরী চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারে টেস্ট অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত তিনি।
উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসে মুস্তাফিজ ও ফোকস ছাড়া টেস্ট ও ওয়ানডে কিংবা ক্রিকেটের একাধিক ফরম্যাটে অভিষেক ম্যাচে ম্যাচসেরা হওয়ার কৃতিত্ব আর কেউই দেখাতে পারেননি।