মেসিকে নিষিদ্ধের দাবি !
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৩ পিএম, ৫ মে ২০১৯ রোববার

চ্যাম্পিয়নস লিগে আগামী সপ্তাহে লিভারপুলের মাঠে অনুষ্ঠেয় ম্যাচে বার্সা ফরোয়ার্ড মেসিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ‘অল রেডস’দের সমর্থকরা। তাদের দাবি, প্রথম লেগের ম্যাচে লিভারপুলের ফ্যাবিনহোকে ঘুষি মেরেও পার পেয়ে গেছেন বার্সা অধিনায়ক।
বুধবার রাতে (১ মে) চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে মেসির হাতে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনা জিতেছে ৩-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন মেসি। যার মধ্যে ৩০ গজ দূর থেকে নেওয়া চোখ ধাঁধানো ফ্রি-কিক থেকে গোল করে কাতালানদের হয়ে ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। মেসির ওই জাদুকরি ফ্রি-কিক গোল নিয়েই আপত্তি তুলেছে লিভারপুল সমর্থকরা।
লিভারপুলের সমর্থকদের একটা অংশের দাবি, ফ্রি-কিক আদায় করে নেওয়ার আগে ফ্যাবিনহোর মুখে ঘুষি মারেন মেসি। এজন্য তাকে নিষিদ্ধ করা উচিত বলে মত তাদের। তাই মেসিকে নিষিদ্ধ করতে উয়েফাকে বাধ্য করতে একটি অনলাইন পিটিশন চালু করেছেন লিভারপুল সমর্থকরা।
আগামী বুধবার (৮ মে) অ্যানফিল্ডে অনুষ্ঠেয় দ্বিতীয় লেগে বার্সেলোনাকে আতিথ্য দেবে লিভারপুল।