বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৮ ১৪৩২   ০১ রবিউস সানি ১৪৪৭

মারা গেছেন অভিনেতা পিটার মেহিউ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৩ এএম, ৫ মে ২০১৯ রোববার

হলিউড চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘চুবাকা’র অভিনেতা পিটার মেহিউ মারা গেছেন।বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৩০ এপ্রিল টেক্সাসে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে এই অভিনেতার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

জনপ্রিয় সিরিজ ‘স্টার ওয়ারস’-এর ‘চুবাকা’ চরিত্র করে মেহিউ তুমুল জনপ্রিয়তা পান । এই ‘চুবাকা’ হলো কাল্পনিক গ্রহ কাশাক থেকে আসা এক লোমশ প্রাণী। এই প্রাণীর মুখোশেই অভিনয় করতেন মেহিউ। মূল ‘স্টার ওয়ারস’ ট্রিলজি ছাড়াও সিরিজের আরো দুটি ছবিতে দেখা গেছে অভিনেতাকে। ‘স্টার ওয়ারস’-এর পাঁচটি ছবিতে তার অভিনয় ‘চুবাকা’কে সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত করে। 

সিনেমার মতো বাস্তবেও মানুষ আদর করে তাকে ‘চুয়ি’ বলে ডাকত। এক চরিত্র করেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেলেও মেহেউ শুরুতে সিনেমা জগতের ধারেকাছেই ছিলেন না। কাজ করতেন লন্ডনের কিংস কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগে। সেখানেই চোখে পড়েন ‘স্টার ওয়ারস’-এর স্রষ্টা জর্জ লুকাসের, বাকিটা ইতিহাস। 

‘স্টার ওয়ারস’ সিরিজের বাইরে খুব বেশি কাজ করেননি, যা করেছেন সেগুলো ততটা আলোচিত হয়নি। একমাত্র ‘টেরর’ই যা উল্লেখ করার মতো। গেল দুই দশক ধরেই অভিনয়ে অনিয়মিত ছিলেন, টেক্সাসে মন দিয়েছিলেন ব্যবসায়।

১৯৪৪ সালের ১৭ মে ইংল্যান্ডে জন্ম নেয়া মেহিউ সারা জীবনই ‘চুবাকা’ চরিত্রে সুযোগ পাওয়াকে জীবনের বড় আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন।