সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৪ এএম, ৫ মে ২০১৯ রোববার
ঘূর্ণিঝড় ফণির প্রভাবে চাঁদপুরে সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. শোয়েব ডেইলি বাংলাদেশকে বলেন, শুক্রবার রাত থেকে চাঁদপুরে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হয়েছে। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৬৫ কিলোমিটার।
শাহ মো. শোয়েব আরো বলেন, ফণির প্রভাবে চাঁদপুরে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৪ ফুট বাড়তে পারে।
