বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০১ এএম, ৫ মে ২০১৯ রোববার
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। উপজেলার ১৫টি ইউপি ও ১টি পৌরসভার মোট ৯৯টি কেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ।
রোববার সকাল ৮টায় উপজেলার সবক'টি কেন্দ্রের ৬৯১টি বুথে এক যোগে শুরু হবে ভোটগ্রহণ। ওই উপজেলায় চেয়ারম্যান পদের তিন ও ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থীর বিপরীতে ভোট দিবেন দুই লাখ ৯৬ হাজার ৯৩৬ জন ভোটার।
চেয়ারম্যান পদে রয়েছেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম মঈনুল, স্বতন্ত্র প্রার্থী এড. আরিফ হোসেন (আনারস), ইফরান বিন তোরাব আলী (মিনার)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বদ্বিতায় বিজয়ী হওয়ায় ওই পদের ভোটগ্রহণ বা কেন্দ্রে ব্যালট পেপার থাকছে না। যার ফলে প্রতিটি কেন্দ্রে শুধুমাত্র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে।
এদিকে ভোটগ্রহণের লক্ষ্যে শনিবার প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের সামগ্রী। ৯৯টি কেন্দ্রের ৬৯১টি ভোট কক্ষে ভোটগ্রহণ করবে ৯৯ জন প্রিজাইডিং অফিসার, ৬৯১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৩৮২ জন পোলিং অফিসার।
অপরদিকে, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তিন স্তরের নিরাপত্তাবেষ্টিত ৯৯টি কেন্দ্রে প্রায় তিন হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।
৯৯টি কেন্দ্রে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য মাঠে থাকবে এক জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চার প্লাটুন বিজিবি, ৮টি স্ট্রাইকিং ফোর্স, অর্ধশত মোবাইল টিম, র্যাবের ৪টি স্পেশাল টিম, এক হাজার ১৫০ জন পুলিশ, ১৯৮ জন অস্ত্রধারী আনসার ও লাঠি হাতে ৯৯০ জন আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়া সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ১৮টি পর্যবেক্ষক টিম মাঠে থাকবে।
এএসপি (ডিএসবি) আজিমুল আহসান জানান, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরণের সহিংসতা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
