সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সিয়া কিচেন ফ্লাগশিপ শোরুম এখন ঢাকায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

জার্মান মডিউলার কিচেন ব্র্যান্ড ‘সিয়া’ আধুনিক ও সমসাময়িক ডিজাইন সমৃদ্ধ পণ্যের সম্ভার নিয়ে ঢাকার বনানীতে শোরুম উদ্বোধন করেছে। 

 

বৃহস্পতিবার(মে ০২) দুপুরে বাংলাদেশে কফি পিপল লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে সিয়া তাদের কার্যক্রম শুরু করেছে। ব্র্যান্ডটি ৩০০ এক্সক্লুসিভ কিচেন ডিজাইন এনেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ। সিয়া গ্রুপের এমডি আলেকজান্ডার সোফাল্ভি এবং সিওও ইঙ্গা বুচহলজ।  

এসময় আলেকজান্ডার সোফাল্ভি বলেন, বাংলাদেশের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে এবং মানুষ তাদের বাসস্থান মানসম্মত পণ্য দিয়ে সাজাতে চায়। আমরা রান্নাঘরকে বিশ্বমানের পণ্য দিয়ে সাজানোর জন্য সব উপকরণ আপনাদের হাতের কাছে এনে দিয়েছি।