পোষ্য কুকুর ‘খেয়ে নিল’ সব টাকা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৯ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

খাবার ভেবে পোষ্য কুকুর খেয়ে নিলো প্রায় ১৭ হাজার টাকা। সম্প্রতি ব্রিটেনের নর্থ ওয়েলস এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর এনডিটিভি।
ছোট্ট কুকুরটির নাম ওজি। ওজি আর মালিক ছাড়া ওই বাসায় আর কেউ থাকেন না। সম্প্রতি তার বাড়ির লেটারবক্সে এসেছিল একটি খাম। ওই ব্যক্তি বাড়ি না থাকায় লেটার বক্সে খাম দেখে ওজি মুখে করে তুলে নিয়ে চলে যায় ঘরে।
খামের ভেতর সম্ভবত খাবার আছে ভেবে ওজি দাঁত দিয়ে সেই খাম টুকরো টুকরো করে ফেলে। ভেতরেই ছিল ২০ ইউরোর আটটি নোট। খাম ছেঁড়ার ফলে টুকরো টুকরো হয়ে যায় সব নোটগুলি।
বাড়ি ফিরে ওজির এই কাণ্ড দেখে মালিকের মাথায় হাত। আর্থিক ক্ষতি নয়, তখন তার চিন্তা ওজিকে নিয়ে। নোট পেটে চলে গিয়েছে এই আশঙ্কায় ওই ব্যক্তি ওজিকে নিয়ে যান চিকিৎসকের কাছে।