বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

`ছোট পরিসরের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

উত্তর কোরিয়া ছোট-পরিসরের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি 'পূর্ব উপকূলের হোদো উপদ্বীপের ওনসান শহর থেকে উত্তর-পূর্ব দিকে একাধিক ছোট পরিসরের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে' বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যৌথ প্রধানরা একটি বিবৃতি প্রকাশ করেছেন।

তারা জানান, ক্ষেপণাস্ত্রটি ৭০ থেকে ২০০ কিলোমিটার (৪৫ থেকে ১২৫ মাইল) দূরত্ব অতিক্রম করে।

এর আগেও বড় পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ক্রুজ মিসাইল উৎক্ষেপণের জন্য হোদো উপদ্বীপকে ব্যবহার করা হয়েছে।

 

উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএনএ'র ভাষ্য অনুযায়ী এপ্রিল মাসে হওয়া এই কৌশলগতভাবে নির্দেশিত অস্ত্রের উৎক্ষেপণ কিম জং-আন নিজে তদারকি করেছেন। বিবৃতিতে বলা হয়, পরীক্ষাতে 'বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিবিধ পদ্ধতিতে মিসাইল ছোঁড়ার' বিষয়টি যাচাই করা হয়।

বিশেষজ্ঞরা ধারণা করছেন এই অস্ত্রটি ভূ-পৃষ্ঠ, সাগর এবং বায়ু, তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণ করা সম্ভব।

এই অস্থটি ক্ষেপণাস্ত্র কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে, তবে অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন যে এটি একটি ছোট পরিসরের অস্ত্র ছিল।