বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছে ফণী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে। শনিবার গভীর রাতে ফণী এই আঘাত হানে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার গভীর রাতে ওড়িশা সীমান্ত পেরিয়ে খড়গপুর হয়ে ইতোমধ্যে হুগলি জেলায় প্রবেশ করেছে ফণী।

ঘূর্ণিঝড় ফণীর অবস্থান এখন কলকাতা শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। 

 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আনুমানিক রাত আড়াইটার দিকে হুগলি জেলার আরামবাগে ফণী আঘাত হানে। অনুমান করা হচ্ছে, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে ফণী। 

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতোমধ্যেই আঘাত হেনেছে ফণী। পুর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা।