বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফণীর তাণ্ডবে উড়িষ্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

ভারতের ওপর দিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে উড়িষ্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে দাঁড়িয়েছে। উড়িষ্যায় তাণ্ডব চালিয়ে ফণী এখন ধেয়ে আসছে পশ্চিমবাংলার দিকে। 

ফণীর প্রভাবে কলকাতা ও লাগোয়া জেলাগুলোতে সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি ও বাতাস। ক্রমে সেটা বাড়ছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল মৃতের সংখ্যা ৩। কিন্তু সময় যত গড়িয়েছে সংখ্যাটা বেড়েছে। রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। 

 

১২ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। তাদের জন্য করা হয়েছে ত্রাণের ব্যবস্থা। আকাশপথের ভিডিয়োয় দেখা গেছে ধ্বংসের ছবি। তবে বিধ্বস্ত হয়েছে শহরের বিদ্যুৎ পরিষেবা। 

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা চালু করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ পরিষেবা সচল করার জন্য যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছেন ইঞ্জিনিয়ার ও কর্মকর্তারা। 

এদিকে, কলকাতা বিমানবন্দর শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত ২০০টি ফ্লাইট। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে যাতায়াত করা প্রায় ১৪৭টি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি স্থগিত করেছেন নিজেদের নির্বাচনী প্রচারণা।