বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঘূর্ণিঝড়ের মধ্যে জন্ম হওয়ায় নাম রাখা হল `ফণী`!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের ওড়িষ্যা। শুক্রবার সকালে সেখানে আঘাত হানে প্রলয়ংকারী এ ঘূর্ণিঝড়। এতে মারা গেছে প্রায় ৬ জন। এদিকে সেই দুর্যোগের মধ্যেই সেখানে জন্ম নেয় এক কন্যা শিশু। আর তাই ওই শিশুর নাম রাখা হয়েছে 'ফণী'।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ওড়িষ্যায় রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে পৃথিবীর আলো দেখে কন্যাশিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। ঘূর্ণিঝড়ের নাম অনুসারে ঝড়ের সময়ে জন্ম নেওয়া ওই নবজাতকের নাম রাখা হয়েছে ফণী।

তবে এটি নতুন ঘটনা নয়। এরআগে গত বছর ওড়িষ্যায় আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির সময় জন্ম নেওয়া বেশ কয়েকটি নবজাতকের নাম রাখা হয় ‘তিতলি’।