বুধবার   ২৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

১ মাসে রুশ ঘাঁটিতে সন্ত্রাসীদের ১২ দফা হামলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৪ মে ২০১৯ শনিবার

গেল এক মাসে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের রুশ বিমানঘাঁটি ও সিরিয় সেনাদের অবস্থানগুলোতে উগ্র সন্ত্রাসীরা ১২ দফা ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। তবে এসব হামলার সবই প্রতিহত করা হয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী বুধবার এ তথ্য জানায়। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া পুনঃএকত্রীকরণ বিষয়ক সেন্টারের প্রধান মেজর জেনারেল ভিক্টর কুপচিশিন এ তথ্য জানিয়েছেন। 

 

তিনি বলেন, এপ্রিলের প্রথম দিক পর্যন্ত রুশ হেমেইমিম বিমানঘাঁটি ও সিরিয় সেনাদের অবস্থানে সন্ত্রাসীরা এসব হামলা চালায়। ইদলিব প্রদেশে অবস্থানরত সন্ত্রাসীরা সেখানকার যুদ্ধমুক্ত নিরাপদ অঞ্চল ব্যবহার করে এসব হামলা চালিয়েছে।

জেনারেল কুপচিশিন জানান, ১২টি হামলার মধ্যে আটটি হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে সব হামলা প্রতিহত করা হয় এবং এসব হামলায় কোনো ক্ষয়-ক্ষতি হয় নি। তিনি জানান, সন্ত্রাসীদের পাঠানো ১২টি যুদ্ধড্রোন ভূপাতিত করা হয়েছে।   

সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রাশিয়ার সেনা ও যুদ্ধাস্ত্র রয়েছে। ২০১৫ সাল থেকে রুশ সেনারা সিরিয়া সরকারের পক্ষে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। সেই থেকে এ বিমানঘাঁটি ব্যবহার করছে রুশ সেনারা।