বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

পরাজয় নিশ্চিত বুঝেই নালিশ শুরু করেছে বিএনপি : মেনন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

পরাজয় নিশ্চিত বুঝেই বিএনপি নালিশ শুরু করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার রাজধানীর নিউ ইস্কাটনে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, বিএনপির মাঠের জনপ্রিয়তা তলানিতে ঠেকে গেছে। তারা নিজেরাও বুঝে গেছে এই নির্বাচনে তাদের আশা শেষ। এখন তারা নৌকার প্রার্থীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করছে।

তিনি বলেন, তারা (বিএনপির প্রার্থী) নিজেরা গণসংযোগে না নেমেই তাদের মাঠে নামতে দেয়া হচ্ছে না এমন অভিযোগ করছেন। মাঠে নামতে দেয়া হচ্ছে না তারা কোথাও দেখাতে পারবেন? ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ তাদের এই চালাকির জবাব ব্যালটের মাধ্যমেই বুঝিয়ে দিয়ে নৌকার বিশাল জয় নিশ্চত করবে বলে আমার বিশ্বাস।

মেনন বলেন, গত ১০ বছরে ঢাকা-৮ আসনে ছিনতাই একেবারে কমে গেছে। এই আসনের কোথাও কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, রাস্তায় খুন হয়ে পড়ে থাকার ঘটনা ঘটেনি।

এবার জনগণের ভোটে নির্বাচিত হলে পরবর্তী ৫ বছরে যুবকদের জন্য নতুন কিছু খেলার মাঠ, যুব উদ্যোক্তাদের জন্য ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টির অঙ্গীকারের পাশাপাশি আরও কী কী কাজ করবেন তার তালিকা তুলে ধরেন নৌকা প্রতীকের এই প্রার্থী।

সভা শেষে মেনন তার নির্বাচনী কর্মী, নেতৃবৃন্দ ও এলাকার মানুষকে সঙ্গে নিয়ে নিউ ইস্কাটন, রমনা ও বাংলামোটর হয়ে শাহবাগ এলাকায় মিছিলযোগে জনসংযোগ করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দীপু, প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতনসহ স্থানীয় নেতারা।