পাটুরিয়া-দৌলতদিয়ায় আটকে পড়েছে সহস্রাধিক গাড়ি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ৪ মে ২০১৯ শনিবার
ঘূর্ণিঝড় 'ফণী'র কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাট এলাকায় আটকে পড়েছে সহস্রাধিক ছোট-বড় যানবাহন, কয়েক হাজার যানবাহনের শ্রমিক ও যাত্রী। শনিবার (০৪ মে) বন্ধ রয়েছে লঞ্চ, ফেরি ও সকল প্রকার নৌযান একই সাথে জেলার সর্বত্র থেমে থেমে ভারী ও হালকা ঝড়সহ বৃষ্টি হচ্ছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের নদীর উত্তাল থাকায় শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ, ফেরিসহ সব নৌযান বন্ধ ঘোষণা করা কর্তৃপক্ষ। এতে পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় সহস্রাধিক ছোট-বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে আটকা পড়েছে যানবাহনের শ্রমিক ও যাত্রীরা। দীর্ঘ সময় ঘাটে আটকে থেকে অমানুষিক দুর্ভোগ পোহাচ্ছে তারা। পাটুরিযা -দৌলতদিয়া নৌরুটের সব নৌযান নিরাপদে রাখা হয়েছে বলেও জানান তিনি।
