ফণীর প্রভাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৪ এএম, ৪ মে ২০১৯ শনিবার
পুলিশ জানায়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার (৩ মে) দুপুর থেকে ঝড়ো হাওয়াসহ তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মাঠে কাজ করার সময় কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ইটনা ও মিঠামইনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে মাঠে গরু আনতে গিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়।
এছাড়া সন্ধ্যায় বজ্রপাতে মারা যান আরো দু'জন। এদিকে, নেত্রকোনার গোবিন্দ্রশ্রী হাওরে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে গাছ পড়ে মারা গেছেন এক নারী।
