খুশকি সমাধানে ‘আদা’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

আদা চুলের স্বাস্থ্য আর খুশকির সমস্যা সমাধানে বেশ কার্যকরী। আদায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল চুলের গোড়ার চুলকানি ও খুশকি থেকে রক্ষা পেতে সাহায্য করে। রূপচর্চায় আদার রস মুখের এবং চুলের মাস্ক হিসেবে ব্যবহার করা যায়। আদার রস চুলের গোড়া মজবুত করে এবং খুশকি মুক্ত করে। আবার অনেকেই চুল পড়া নিয়ন্ত্রণে আদার রস ব্যবহার করে। চলুন তবে জেনে নেয়া যাক খুশকি এবং চুলের গোড়ায় চুলকানির সমস্যা কমাতে আদার ব্যবহার-
এক টুকরো আদা টুকরো করে কাটুন অথবা থেঁতো করুন। কুচোনো বা থেঁতো করা আদা অল্প পানি দিয়ে কম আঁচে ফুটিয়ে নিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই পানির রঙ বদলে হালকা ঘোলাটে হলুদ হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে ছাঁকনি দিয়ে সেদ্ধ হওয়া আদা থেকে রসটুকু ছেঁকে নিন। তারপর পানি ঠাণ্ডা করে একটি ছোট স্প্রে বোতলে ঢেলে চুলের গোড়ায় স্প্রে করুন। এভাবে আধা ঘন্টা রেখে একটি হালকা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার আদার রস চুলে ব্যবহারে খুশকি বা চুলকানির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।