বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৯ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্যকর চুলের যত্নে ‘বেসন’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

বেসন আমাদের ত্বকের জন্য যতটা ভালো, ঠিক চুলের জন্যও ততটাই ভালো। বেসনকে ত্বকের  বিভিন্ন অসুবিধা এবং চুলের সমস্যার সমাধান করার জন্য ব্যবহার করা হয়। বেসনের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যকর পরিপোষক পদার্থ যেটা চুলের জন্য উপকারি। এটা আপনার চুলকে মজবুত ও স্বাস্থ্যকর বানিয়ে আপনার চুলকে সুন্দর করে তোলে। এছাড়াও চুল বড় হয়, চুল পড়া বন্ধ করে, চুলকে পরিষ্কার রাখে, প্রাকৃতিক কন্ডিশনার হয়ে কাজ করে এবং খুশকি থেকে রক্ষা করে। চলুন তবে জেনে নেয়া যাক চুলের যত্নে বেসনের ব্যবহার-  

একটু বেসন নিয়ে অল্প টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এবার এর সঙ্গে হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে এই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। দইয়ের সঙ্গে বেসন আপনার চুলের জন্য উপকারি কারণ এই মিশ্রণটি আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। দইয়ে থাকে আন্টি-অক্সিডেন্ট এবং ভালো ব্যাকটেরিয়া যার দ্বারা মাথার থেকে নোংরা পরিষ্কার করতে সাহায্য করে। যদি আপনি প্রায়ই মাথায় চুলকানি অনুভব করেন তখন এই মিশ্রণটি বেশ কাজে দিবে। দই এবং বেসন একসঙ্গে শ্যাম্পু এবং কন্ডিশনারের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন।