‘সন্ধ্যার মধ্যে ২১ লাখ মানুষকে সরিয়ে নেয়া সম্ভব’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
সন্ধ্যার মধ্যে ১৯ জেলা থেকে ২১ লাখ মানুষকে সরিয়ে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল। তিনি জানান, এরই মধ্যে ৪ লাখ ৪ হাজার ২৫০ জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সচিব বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে বাংলাদেশের ঘূর্ণিঝড় ফণির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোন জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়ে সবাইকে নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি সকালে উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি এখন শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পশ্চিমবঙ্গে অবস্থান করছে। শক্তি নিয়েই এটি বাংলাদেশ অতিক্রম করতে পারে। জনসাধারণকে অতিদ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, তথ্য সচিব আব্দুল মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ।
