ফণির তাণ্ডবে লণ্ডভণ্ড উড়িষ্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ফণির তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা। এখন পর্যন্ত সেখানে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শক্তিশালী এ ঘূর্ণিঝড় রাজ্যটির ১১টি জেলার ওপর দিয়ে বয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে রাজ্যটির ৪ জেলা। সেগুলো হলো- কেন্দপাড়া, পুরী, জগৎসিংপুর ও খুরদা।
ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বিকেল ৩টার দিকে ঘূর্ণিঝড়টির আঘাত হানার কথা থাকলেও স্থানীয় সময় সকাল ৮টা থেকেই উড়িষ্যা উপকূলে এটি ঘণ্টায় ২১০ কিলোমিটার গতির প্রচণ্ড শক্তি নিয়ে আঘাত হানে। এখন পর্যন্ত ৪ জেলায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ ১৮।
ঝড়ের সঙ্গে সেখানে চলছে ভারী বৃষ্টিপাত। বেশ কিছু স্থানে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ভেঙে পড়েছে উপকূলীয় অঞ্চলের টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও।
বন্ধ করে দেয়া হয়েছে রাজ্যের সব ধরনের প্রতিষ্ঠান। ঝড়ের প্রভাবে উড়িষ্যা ভিত্তিক টেলিভিশন চ্যানেল ওটিভি’র সম্প্রচার বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যাবস্থা। উড়িষ্যায় আরো ২-৩ ঘণ্টা ফণির তাণ্ডব চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড়টি বর্তমানে উড়িষ্যা পেরিয়ে জগৎসিংপুর, খুরদা হয়ে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। সন্ধ্যার মধ্যেই সেখানে আঘাত হানবে এটি। পশ্চিমবঙ্গে প্রবেশের আগে ফণির শক্তি কমবে বলে ধারণা করা হচ্ছে৷