টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দশম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

টি-টোয়েন্টি এখনো রপ্ত করে উঠতে পারেনি টাইগাররা। টেস্ট কিংবা ওডিআই উভয় সংস্করণে বাংলাদেশ আগেই নিজেদের জানান দিয়েছে। আর এটা ভালো মতই বোঝা যায়, আইসিসির ঘোষিত নতুন টি-টোয়েন্টি র্যাংকিং দেখে। যেখানে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান সবার উপরে। তিন ধাপ পিছিয়ে ভারতের অবস্থান পাঁচ নম্বরে, আর আফগানিস্তান এক ধাপ এগিয়ে সাতে।
সারা বছরব্যাপী আয়োজিত সকল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ফলাফলের উপর ভিত্তি করে নতুন র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। নতুন প্রকাশিত তালিকায় যথারীতি এক নম্বরে পাকিস্তান। ২৮৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে দেশটি।
এরপরেই ২৬২ পয়েন্ট নিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রকাশিত র্যাংকিংয়ে প্রোটিয়াদের অবস্থান ছিলো পাঁচে। সমান ২৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইংল্যান্ড এবং চতুর্থ অবস্থানে আছে অস্ট্রেলিয়া। তবে রেটিং পয়েন্টে এগিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়া থেকে এক ধাপ এগিয়ে অবস্থান করছে ইংল্যান্ড।
আর ক্রিকেটের সর্বশেষ সংস্করণে সাফল্য খুঁজে বেড়ানো বাংলাদেশ ২২০ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে। ক্রিকেটের সব থেকে প্রাচীন সংস্করণ টেস্টে বাংলাদেশের অবস্থান নবম আর ওডিআই ক্রিকেটে তো বেশ উপরের দিকে সাতে। তবে এই টি-টোয়েন্টিতেই সাফল্য এখনো ধরা ছোঁয়ার বাইরে।