সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সুপার ওভারে হায়দরাবাদকে হারল মুম্বাই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

আইপিএলে সুপার ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ে প্লে অফ নিশ্চিত করলো রোহিত শর্মার দল। বৃহস্পতিবার রাতে শ্বাসরূদ্ধকর এ ম্যাচে জয় পায় তারা।

টস জিতে মুম্বাইয়ের ৫ উইকেটে করা ১৬২ রানকে ছুঁয়ে ফেলেছিলো সানরাইজার্স। ১৯তম ওভার শেষে সানরাইজার্সের প্রয়োজন ছিলো ৬ বলে ১৭ রান। তখন ক্রিজে মনীষ পান্ডে ও মোহাম্মদ নবী।

এ দুজনের ঝড়ো গতির ব্যাটিংই আশা বাঁচিয়ে রাখে হায়দরাবাদের। শেষ ওভারে দুটি সিঙ্গেল নেন নবী ও পান্ডে। তৃতীয় বলে নবী ৬ মেরে লক্ষ্যটাকে আরো কাছে নিয়ে আসলে চতুর্থ বলে তাকে ৩১ রানে ফিরিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলো মুম্বাই।

কিন্তু হার্দিক পান্ডিয়ার শেষ দুই বলে দুই রান ও এক ছক্কায় ৬ উইকেট হারিয়েও ম্যাচটি টাই করেন পান্ডে। তার ৪৭ বলে করা ৭১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই ম্যাচ টাই করে তারা। যাতে ছিলো ৮টি চার ও দুটি ছয়।

তার আগে কুইন্টন ডি ককের ৫৮ বলে করা ৬৯ রানে ভর করে ৫ উইকেটে ১৬২ রান তুলে মুম্বাই। 

সুপার ওভারে বরং ৮ রান তুলতে পারে সানরাইজার্স। বিপরীতে ৩ বল খেলে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় মুম্বাই।