সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ফাইনালের পথে আর্সেনাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে বড় জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো আর্সেনাল। 

বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারায় আর্সেনাল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আলেকসান্দ্রো লাকাজেত্তে আর্সেনালের জয়ে জোড়া গোল করেন। এছাড়া ম্যাচের শেষ দিকে পিয়েরি এমেরিক-আউবামেয়াং একটি গোল করে বড় জয় নিশ্চিত করেন। যদিও খেলার শুরুতে মোউচতার দিয়াকহাবি গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিয়েছিলেন।

এদিকে অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টের মাঠে ১-১ ড্র করে চেলসি। আগামী ৯ মে ফিরতি লেগে ফের মুখোমুখি হবে চার দল।