৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না: নাসিম
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেসি-নেইমার গোল মিস করতে পারে; কিন্তু আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। বিএনপি-জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসবে না। এখন তারা নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে। তারা যেন কোনো অজুহাত দাঁড় করিয়ে মাঠ থেকে পালিয়ে না যায়। ৩০ ডিসেম্বর দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে লাল কার্ড দেখিয়ে তাদের বিতাড়িত করবে। নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে।
সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন- সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মণ্ডল, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান নিটল, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, শহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
এদিকে বগুড়ায় ১৪ দলের নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, দেশে সত্তরের মতো নৌকার গণজোয়ার শুরু হয়েছে। এ জোয়ারের সঙ্গে আছে লাঙ্গলও। এ জোয়ারে ধানের শীষ নিশ্চিহ্ন হয়ে যাবে। ৩০ ডিসেম্বর জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
পরে রাত ৮টায় শহরের মাটিডালি এলাকায় হোটেল ক্যাসেল সোয়াদের কনফারেন্স রুমে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়া-৬ সদর আসনের মহাজোটের লাঙ্গলের প্রার্থী নুরুল ইসলাম ওমর, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, সুলতান মাহমুদ রনি, মাহফুজুল ইসলাম রাজ, মাশরাফি হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।
