বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আওয়ামী লীগ অফিসে খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলা সেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

ঘূর্ণিঝড় ‘ফণি’র মোকাবিলা ও জরুরি সাহায্য পেতে সারাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের তিন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। 

ফোন- ০২- ৯৬৭৭৮৮১ ও ০২- ৯৬৭৭৮৮২ এবং ফ্যাক্স- ০২ ৯৬৬৬৫৫০ এসব নম্বরে যেকোনো পরিস্থিতি জানাতে পারবেন।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফণি’মোকাবিলায় করণীয় বৈঠক শেষে এ তথ্য দেন হানিফ।

এ সময় হানিফ দেশবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য্য ও সতর্কতার সঙ্গে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহর রহমতে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাচ্ছে। তবুও সময় মতো আশ্রয় কেন্দ্রে যান, সতর্ক থাকুন।