মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোনালদোর দখলে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। বুগাত্তি। দাম ১১ মিলিয়ন ইউরো। টাকার হিসাবে যার দাম প্রায় ৮৬ কোটি টাকা। যে গাড়ির মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

স্প্যানিশ সংবাদপত্র মার্কা এমনই দাবি করেছে। জুভেন্টাস তারকা নাকি বুগাত্তি কিনে ফেলেছেন। তবে ২০২১ এর আগে তিনি গাড়িটি চালাতে পারবেন না। কারণ মডেলটির কিছু কাজ এখনও বাকি রয়েছে। 

বুগাত্তি এখনও সরকারিভাবে জানায়নি গাড়িটি কে কিনেছেন। তবে মার্কার দাবি, এই গাড়ির মালিক জুভেন্টাস তারকা। এর আগে মার্কা দাবি করেছিল বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি কিনেছে ভক্সওয়াগন গ্রুপের সাবেক চেয়ারম্যান ফার্দিনান্দ পিচ। 

 

চলতি বছরেই জেনেভায় মোটর শো তে প্রথম বুগাত্তিকে সবার সামনে আনা হয়। উল্লেখ্য, রোনালদোর কাছে ইতিমধ্যেই মার্সিডিজ, রোলস রয়েস, ফেরারি, ল্যামবর্গিনি, বেন্টলের মতো গাড়ি রয়েছে। মার্কার দাবি সত্যি হলে, বুগাত্তির মালিকও এখন রোনালদো।