মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ধোনির বাড়িতে চুরি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নয়ডার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই ঘটনায় একটি এলসিডি টেলিভিশন খোয়া গেছে। 

পুলিশ জানায়, নয়ডার সেক্টর ১০৪-এ ধোনির একটি বাড়ি রয়েছে। বাড়িটি তিনি জনৈক বিক্রম সিংকে কিছু দিন হলো ভাড়া দিয়েছেন। ওই ব্যক্তি ধোনির বাড়িতে কিছু সংস্কার কাজ করাচ্ছিলেন। এই সংস্কার কাজের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যেই কেউ একজন টিভিটি চুরি করে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, চোরকে শনাক্ত করা গেছে। টিভি খোয়া যাওয়ার পর থেকে সেও আর কাজে আসেনি। একটি চুরির মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।