মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সুস্থ আছেন ক্যাসিয়াস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

আপাতত শারীরিকভাবে ‘সবকিছু নিয়ন্ত্রণে’ আছে বলে জানিয়েছেন ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম বুধবার টুইটারে ক্যাসিয়াস জানান, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে। যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।’

টুইটের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন একটি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন তিনি। সুস্থতা অনুভব করলেও এখনো চিকিৎসারত অবস্থায় আছেন এই ৩৭ বছর বয়সী গোলরক্ষক। হাসপাতাল কবে ছাড়বেন তা এখনো জানা যায়নি।

 

উল্লেখ্য, ঐদিনই পোর্তোর হয়ে অনুশীলনের সময় হঠাৎ হদরোগে আক্রান্ত হয়ে পড়েন ২০১০ বিশ্বকাপজয়ী ক্যাসিয়াস। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।