সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

সেনাবাহিনীকে নিয়ে বিএনপির বিবৃতি আপত্তিজনক: আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আকতারুজ্জামান বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির বিবৃতি আপত্তিজনক। সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে তারা।

সোমবার নির্বাচন ভবনে গিয়ে বিভিন্ন স্থানে বিএনপির হামলার অভিযোগ দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা আকতারুজ্জামান।

তিনি বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাদের দেশপ্রেমিক, পেশাদার ও সুশৃঙ্খল সশস্ত্র বাহিনীকে নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেটি খুবই আপত্তিজনক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ঝালকাঠি, পাবনা, বগুড়া, জয়পুরহাট, ঝিনাইদহের বেশ কিছু স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি-জামায়াত কর্মীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন আকতারুজ্জামান।