বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্য ফাঁস করায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করা হয়েছে। এ মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হচ্ছে পেনি মরডন্টকে। খবর বিবিসির। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্ব সামলানোর বিষয়ে গেভিন উইলিয়ামসনের সামর্থ্যের ওপর আত্মবিশ্বাস হারিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য তাকে সরকার থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। 

ব্রিটেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) বৈঠকে হুয়াওয়েকে নিয়ে এক আলোচনার তথ্য গেভিন উইলিয়ামসন ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সরকার চীনের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে ব্রিটেনে ৫জি মোবাইল নেটওয়ার্কে প্রবেশাধিকার দেয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।  বৈঠকে ২০১৭ সাল থেকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া উইলিয়ামসন এ অভিযোগ অস্বীকার করেছেন।