বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

বাগদাদিকে হত্যার ঘোষণা দিল ইরাক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০২ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার

যে কোনো মূলে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদিকে গ্রেফতার অথবা হত্যার ঘোষণা দিয়েছে ইরাক সরকার।

বুধবার দেশটির পানি সম্পদমন্ত্রী জামাল আল আদিলি বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাতকারে বলেন, ইরাকে আইএসের মাথা তুলে দাড়ানোর আর কোনো শক্তি নেই। বাগদাদিকে মোস্ট ওয়ান্ডেট আসামি আখ্যা দিয়ে তিনি বলেন, বাগদাদি ইরাকের মাটিতে লুকিয়ে থাকলে কোনোভাবেই রক্ষা পাবে না।

এর আগে, দীর্ঘ ৫ বছর পর জঙ্গিগষ্ঠী আইএস-এর নেতা আবু বকর আল-বাগদাদির নতুন একটি ভিডিও প্রকাশ করে গোষ্ঠীটির মিডিয়া নেটওয়ার্ক আল-ফুরকান। ওই ভিডিও প্রকাশের প্রেক্ষিতে এমন কথা জানালেন ইরাকের মন্ত্রী।