বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

‘ফণী’র প্রভাবে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৩ মে ২০১৯ শুক্রবার

গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। সকাল থেকেই রাজধানীর কিছু অংশে আকাশ ছিল খানিকটা মেঘলা। ধীরে ধীরে এ মেঘ আরো ঘনীভূত হয় এবং একপর্যায়ে কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। শুরু হয় বৃষ্টি।

শুক্রবার সকাল সাড়ে ৯টা ৪১ মিনিটে দিকে এই বৃষ্টি শুরু হয়। তবে মেঘের হুঙ্কার ও দমকা বাতাস ছিল না। তীব্র রোদের জ্বালা জুড়াতে রাজধানীতে অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। তবে আকস্মিক এই বৃষ্টিতে ভোগান্তিতেও পড়েছেন কেউ কেউ। 

এদিকে হ্যারিকেনের তীব্রতা নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। সময় যত যাচ্ছে, ততই শক্তি সঞ্চয় করছে ঝড়টি। প্রতি মুহূর্তে এটি গতিপথ পরিবর্তন করে ধেয়ে আসছে উপকূলের দিকে। প্রথম আঘাত ভারতের উড়িষ্যা হানলেও, এর তীব্রতা থেকে মুক্ত নয় বাংলাদেশও। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও এই দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি নিয়েছে উভয় দেশই। 

দুর্যোগ মোকাবিলা করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সবাইকে নিরাপদ স্থানে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। আবহাওয়া অধিদফতর থেকে সবসময় জানানো হচ্ছে পূর্বাভাস। এরইমধ্যে দেশের সব সমুদ্রবন্দরগুলোতে ৭ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।