মহারাষ্ট্রে মাওবাদীদের বোমা বিস্ফোরণে নিহত ১৬
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার

ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছে।
বুধবার গাড়ছিরোলি জেলায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
লেনদ্রি পুল এলাকায় এ ঘটনা ঘটে। দিনের শুরুতে গাড়ছিরোলিতে সড়ক নির্মাণের একটি কোম্পানির কমপক্ষে ২৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। পুরাডা-ইয়ারকেড সেক্টরে সড়ক নির্মাণ কাজে লাগানো হয়েছিল ওইসব গাড়ি।