বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫   ভাদ্র ১২ ১৪৩২   ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

সেলফিতে মশগুল, তিন কিশোরের মৃত্যু!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার

রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন চার বন্ধু। তারা এতটাই বেখেয়ালি ছিল যে, ট্রেন আসার বিষয়টি মাথায়ই নেই। যখন খেয়াল করলেন, ততক্ষণে ট্রেন খুব কাছাকাছি। তখনই তিন বন্ধু পাশের ট্রেন লাইনে ঝাঁপিয়ে পড়ে। তবে দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি। সে লাইন দিয়ে আসে অপর একটি ট্রেন। আর সেখানেই সব শেষ।

বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের পানিপথ নগরীতে এ ঘটনা ঘটে। এ সময় অপর এক বন্ধু রেল লাইনের অন্য প্রান্তে ঝাঁপিয়ে পড়ায় সে বেঁচে যায়।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা এম. এস. দাবাস জানান, দুর্ঘটনার সময় ওই তরুণরা সেলফি তোলায় মশগুল ছিল। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। মূলত সতর্ক না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটে।